You have reached your daily news limit

Please log in to continue


সাইফের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার; পুলিশের ধারণা, হামলাকারী বাংলাদেশি

গত বুধবার রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা। ঘটনার তিন দিন পর এক হামলাকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আজ সকালে এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছে, গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশের নাগরিক। খবর হিন্দুস্তান টাইমসের

সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানায়, বলিউড অভিনেতা সাইফ আলী খান হামলার ঘটনায় মূল অভিযুক্তকে আজ সকালে বান্দ্রা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের কাসারভাদাভালিতে হিরানন্দানি এস্টেট এলাকা থেকে রোববার সকালে আটক করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।

দীক্ষিত গেদাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করেন। তিনি নিজেকে বর্তমানে বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছেন। ৫-৬ মাস আগে মুম্বাই আসেন তিনি। কিছুদিন মুম্বাইয়ে ছিলেন, তারপর মুম্বাইয়ের আশপাশে ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন