You have reached your daily news limit

Please log in to continue


পলিব্যাগ নিষিদ্ধের পরও ব্যবহার থামছে না কেন?

বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০২ সালে পলিব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলেও বহুল প্রশংসিত এই উদ্যোগের বাস্তবায়ন সম্প্রতি বাস্তব রূপ নিতে শুরু করেছে।

২০০২ সালে তৎকালীন পরিবেশমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য শাহজাহান সিরাজ বলেছিলেন যে, পলিব্যাগের ব্যবহার চলমান রাখা হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।

প্রাথমিকভাবে এই উদ্যোগটি বেশিরভাগ মানুষ গ্রহণ করায় প্লাস্টিক বর্জ্য ক্রমাগত কমতে থাকে। যাই হোক, ধীরে ধীরে তা ব্যর্থ হয়। অসংখ্য কারণে পলিব্যাগের ব্যবহার আবার ফিরে আসে।

এর মধ্যে আছে যথাযথভাবে আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহা। পলিব্যাগ প্রস্তুতকারকরা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। রাজনৈতিক মহল এই আদেশ স্থগিতের তদবির করেছিল। গ্রহণযোগ্য বিকল্প ব্যাগের অভাবও ছিল প্রকট।

দুই দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পুরোনো নিষেধাজ্ঞাটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। গত নভেম্বর তা আবার কার্যকর হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন