ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা
ইরানে বন্দুকহামলায় সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানের ট্রাইব্যুনাল ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত হামলাকারীও আত্মহত্যা করেন।
নিহত বিচারপতিরা হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মুকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখার সভাপতির দায়িত্ব পালন করতেন।
ইরানি বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, নিহত বিচারপতিরা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ দমনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিবৃতিতে তাদের সাহসী ও অভিজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, একজন পিস্তলধারী ব্যক্তি বিচারপতিদের কক্ষে ঢুকে গুলি চালায়। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিচারপতি
- গুলিতে নিহত