You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের কাছে সাইফের ওপর হামলা নিয়ে যা বললেন কারিনা

সাইফ আলি খানের ওপর হামলার পর ৫০ ঘণ্টা অতিক্রম করেছে। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে আততায়ীর গতিবিধি জানা গেলেও মূল অপরাধীকে ধরা যায়নি।

এদিকে মুম্বাই পুলিশ একাধিক টিম গঠন করে সাইফের বাড়ির সব কর্মীদের জেরা করা শুরু করেছে। তল্লাশি চালানো হচ্ছে তাদের প্রতিবেশীর বাড়িতেও। এর মাঝেই দুই সন্তানকে আগলে রেখেছেন কারিনা কাপুর খান। শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই কারিনা বক্তব্য রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। তাদের কাছে সেই রাতের ভয়ানক ঘটনার বিবরণ তুলে ধরেন কারিনা কাপুর।

কারিনা তার বক্তব্যে জানিয়েছেন, ‘হামলাকারী মারাত্মক হিংস্র। নিজে চোখে দেখলাম, সাইফের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়িভাবে একের পর সে এক কোপ মারছে। তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল সাইফকে যত দ্রুত সম্ভবত হাসপাতালে নিয়ে যাওয়া। জেহ তখন ভয়ে থরথর করে কাঁপছে। সাইফ দুই সন্তান তৈমুর আর জেহকে বাঁচাতে ঝাঁপিয়ে গিয়েছিল। ওই আক্রমণকারী যখন জেহ অবধি পৌঁছতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার রাগে সাইফের উপর এলোপাথারিভাবে ছুরি চালিয়ে দেয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন