ত্রুটির পর ‘সাময়িক বন্ধ’ অ্যাপলের এআই নিউজ অ্যালার্ট
সংবাদ শিরোনামের সারসংক্ষেপে বারবার ভুল করার জন্য সমালোচনা ও অভিযোগের মুখে পড়ে শেষ পর্যন্ত নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার সাময়িকভাবে বন্ধ করল অ্যাপল।
পরিষেবাটি তুলে নেওয়ার জন্য টেক জায়ান্টটির ওপর চাপ বাড়ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ বিষয়ে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, “আমরা ফিচারটির উন্নতির জন্য কাজ করছি। আর ভবিষ্যতে আইওএসের সফটওয়্যার আপডেটে সেগুলো পাওয়া যাবে।”
এর আগে অ্যাপলের এ এআই ফিচারটি কিছু পাঠককে জানিয়েছিল, ‘ইউনাইটেডহেলথকেয়ার’-এর সিইও ব্রায়ান টম্পসনকে হত্যায় অভিযুক্ত লুইজি ম্যাঙ্গিওন নিজেকে গুলি করেছেন, যে তথ্যটি সঠিক ছিল না।
অ্যাপলের এআই ফিচারের ভুল তথ্য দেওয়া নিয়ে সে সময় প্রতিবেদনও করেছে বিবিসি। সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম’সহ অন্যান্যদের প্রতিবেদন বলছে, এই ফিচারটি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিভিন্ন শিরোনামের সারসংক্ষেপেও ভুল করছিল।