You have reached your daily news limit

Please log in to continue


একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে এই বাইক

একবার চার্জে ৮০ থেকে ৯৫ কিলোমিটার চলবে নতুন ই-বাইক লুইআন এমওকে। ৮৪ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। 

বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এমওকে মডেলে আছে অত্যাধুনিক এনএফসি ফিচার, যেটি ব্যবহার করে গ্রাহকরা চাবি ছাড়া শুধু ট্যাপ করে বাইকটি চালু এবং বন্ধ করতে পারবেন। 

৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা রয়েছে এতে। এর দাম ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৩৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া লুইআন এমওয়াইসি ই-বাইক একবার চার্জে চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ৮৩ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন