রোবোটিক পোকা: পরাগায়ন প্রযুক্তিতে এক নতুন গুঞ্জন
বিভিন্ন কীটপতঙ্গ ফুল থেকে ফুলে ঘুরে বেড়িয়ে পরাগায়ন ঘটায়। এই কীপপতঙ্গের বদলে যদি পোকা আকারের রোবট দিয়ে কাজটি করা যায় তবে কেমন হয়?
মৌমাছির মতো পরাগায়ন করতে পারে এমন রোবোটিক পোকা তৈরি করে সম্প্রতি এ স্বপ্নকে বাস্তবে পরিণত করছেন ‘ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা এমআইটি’র গবেষকরা।
এসব রোবট ভবিষ্যতে ‘মাল্টিলেভেল ইনডোর’ খামারে ফসল ফলানোর সুযোগ করে দিতে পারে কৃষকদের, যা ফসলের ফলন বাড়াতে ও কৃষির ওপর পরিবেশগত প্রভাব কমিয়ে আনতে সহায়ক হবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
এ রোবোটিক পরাগরেণুর ধারণাটি নতুন নয়। তবে মূল চ্যালেঞ্জটি হচ্ছে এসব ক্ষুদ্র আকারের রোবটের ওড়ার বিভিন্ন যন্ত্রকে আসল পোকামাকড়ের মতো দ্রুত, টেকসই ও কার্যকর করে তোলা।
মৌমাছি থেকে অনুপ্রাণিত হয়ে তাদের রোবোটিক পোকামাকড়কে আরও চটপটে ও সক্ষম করে তোলার জন্য পুনরায় ডিজাইন করেছে এমআইটি’র গবেষণা দলটি।