যেভাবে সড়ক দুর্ঘটনার শিকার, জানালেন শাওন
রাজধানীর নিউ মার্কেট এলাকায় অটোরিকশার ধাক্কায় পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
শুক্রবার দুপুরের দিকে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন বলে এক ফেইসবুক পোস্টে নিজেই জানিয়েছেন তিনি।
ফেইসবুকে শাওন লিখেছেন, "ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম।"
সড়ক পার হতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, "জুম্মার সময়, দুপুর ১টা ৫৫ মিনিট। নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসুল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা।
“ডান-বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত অটোচালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ....সরেএএএন’ বলে ডাক।”
শাওন বলেন, “কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন। প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়েরর উপর দিয়ে চলে গেল।"