রুপির দরপতন নিয়ে চিন্তিত নন আরবিআইয়ের সাবেক গভর্নর রঘুরাম রাজন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৯
ভারতীয় মুদ্রা রুপির ধারাবাহিক দরপতনে চিন্তার কিছু নেই বলে মনে করেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রঘুরাম রাজন। এ নিয়ে ভারতের বিরোধী দলগুলো যখন সরব, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে, তখন রিজার্ভ ব্যাংকের সাবেক গভর্নর রঘুরাম রাজন জানালেন, রুপির এমন পতনে তিনি উদ্বিগ্ন নন।
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদমাধ্যম মোজো স্টোরিকে দেওয়া এক সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, ‘এটা ঘটছে কেবল ডলার চাঙা হওয়ার কারণে।’ বিশেষজ্ঞদের বক্তব্য, রাজন মোদি সরকারের কট্টর সমালোচক হয়েও এ বিষয়ে তাঁর বক্তব্য কেন্দ্রীয় সরকারের হাতে নতুন অস্ত্র তুলে দিল। বাস্তবতা হলো, ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন চলছেই। মাঝে দুই দিন রুপির দর বাড়ার পর আবারও পড়েছে। আজ সকালে এই প্রতিবেদন লেখার সময় প্রতি ডলারে পাওয়া যাচ্ছে ৮৬ দশমিক ৫৮ রুপি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দরপতন