এক সপ্তাহে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৮
গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, দাম কমেছে তার দ্বিগুণের বেশি প্রতিষ্ঠানের। অধিক সংখ্যক প্রতিষ্ঠানের দাম কমায় মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে কিছুটা বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৬৩টির। এছাড়া ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তালিকার তুলনায় দাম কমার তালিকায় দ্বিগুণের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এতে বাজার মূলধনের বেশ বড় পতন হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মূলধন
- দরপতন