দেখতে ট্রাম্পের মতো বাগাকে দেখতে ভিড়
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০২
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালে রাস্তার পাশে ভ্যানে করে পুডিং বিক্রি করেন সালিম বাগা। হঠাৎ করে তাঁকে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোত্থেকে এখানে এলেন পুডিং বেচতে। তাঁকে দেখতে অনেকটা ট্রাম্পের মতো লাগে বলে তাঁর ব্যবসাও ভালো। উৎসুক প্রচুর মানুষ তাঁর ভ্রাম্যমাণ দোকানে পুডিং খেতে আসেন।
স্থানীয় মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘আমাদের মনে হয়, যেন ডোনাল্ড ট্রাম্প এখানে পুডিং বিক্রি করতে এসেছেন।’ ইয়াসিন সব সময় বাগা থেকে পুডিং কিনে থাকেন।
ইয়াসিন বলেন, পুডিং বিক্রির জন্য যখন বাগা গান গাইতে শুরু করেন, তখন আরও বেশি মানুষ তাঁর কাছে ছুটে আসেন।
সম্প্রতি ৫৩ বছর বয়সী বাগা তাঁর কাঠের তৈরি ভ্যানগাড়ি নিয়ে দুধের তৈরি পুডিং বিক্রি করছিলেন। এ সময় তাঁর পরনে ছিল কালো জ্যাকেট।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ভাইরাল ভিডিও
- ফেসবুক ভাইরাল