নতুন বছর মানেই নতুন কিছু ফ্যাশন ট্রেন্ডে যোগ হওয়া। আর সেই ট্রেন্ড অনুসরণ করেন ফ্যাশনপ্রেমীরা। ২০২৫ সালের ফ্যাশন আর সাজসজ্জা কেমন হবে দেশীয় ও আন্তর্জাতিক ঘরানায় তা নিয়ে বিস্তারিত লিখেছেন মোহসীনা লাইজু
ফ্যাশন জগতে-২০২৫
প্রতি বছরই পুরনোকে পেছনে ফেলে নিত্যনতুন ফ্যাশন ট্রেন্ড যোগ হয়। আর ডিজাইনারদের হাতের মুনশিয়ানাতেই নতুন ট্রেন্ড সেট হয়। সেই ট্রেন্ড এগিয়ে নিয়ে যান বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ফ্যাশনিস্তারাই। ওভার সাইজড স্যুট থেকে ভাইব্র্যান্ট রঙ, কিটেন হিল এসব কিছুই ফ্যাশন ট্রেন্ডে যোগ হবে এ বছর।