You have reached your daily news limit

Please log in to continue


আজ গিফট কার্ড ব্যবহার করে কেনাকাটার দিন

উপহার হিসেবে কখনো গিফট কার্ড পেয়েছেন? কিংবা দিয়েছেন কাউকে? এ এক দারুণ অভিজ্ঞতা। এতে নির্ধারিত পরিমাণে টাকার অঙ্ক উল্লেখ করা থাকে। উপহার পাওয়া ব্যক্তি নির্দিষ্ট দোকান বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারেন। সন্দেহ নেই, উপহার দেওয়া-নেওয়ার জগতে এটি দারুণ এক সংযোজন।

সাধারণত কাউকে উপহার দিতে গেলে প্রথমেই যে জটিলতায় পড়তে হয় তা হলো, উপহার প্রাপকের পছন্দ ও প্রয়োজনীয়তা বুঝতে পারা। ঠিক কী ধরনের জিনিস পেলে তিনি খুশি হবেন। কোন জিনিস তাঁর দরকার। কোন উপহারে তিনি চমকে যাবেন। এসব নিয়ে বিস্তর গবেষণা করতে হয়। জানতে হয় তাঁর জীবনযাপন প্রণালি, পছন্দ-অপছন্দ, চিন্তার গতিপথ। ফলে ‘গিফট কার্ড’ ব্যাপারটিকে বলা যেতে পারে উপহার-জটিলতার চমৎকার এক সমাধান। যাকে উপহার দিতে চাইছেন বাজেটসম্মত অঙ্কের একটি গিফট কার্ড দিন। ভাবাভাবির ঝামেলা শেষ। তিনি কিনে নেবেন তাঁর পছন্দের জিনিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন