একতরফা প্রেম থেকে বের হবেন যেভাবে
যুগান্তর
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
ধরুণ, কাউকে আপনার খুব পছন্দ। নিয়মিত খোঁজখবর নেন। রাস্তায় যে পথে তিনি আসেন, সেই পথে ঠায় দাঁড়িয়ে থাকেন। দুচারবার কথা বলারও সুযোগ হয়েছে। অথবা সেই পছন্দের কেউ আপনার বন্ধু, প্রতিবেশি বা কেউ একজন— যাকে নিয়মিত দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন আপনার প্রতি সেই ব্যক্তির আগ্রহ নেই। অন্তত সম্পর্কে জড়ানোর। ভয় হয়, কষ্ট পান, কখনও নীরবে কাঁদেন! কিন্তু ভালোবাসা কমে না।
বর্তমান সময়ে এমন একতরফা প্রেমে মজে তরুণ-তরুণীরা। মনোবিদদের মতে, অনেকে এতে একসময় মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ এমন প্রেমকে মেনে নিতে পারেন না, কেউ আবার ছেড়েও আসতে পারে না। তাতেই বাড়ে বিপত্তি। তবে চিকিৎসকদের মতে, এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক বেশি কঠিন কিছু নয়। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললেই আসবে সমাধান—
- সমস্যাটা যেহেতু মানসিক, তাই সবার আগে মানসিকভাবে দৃঢ় হন। একতরফা প্রেমের সম্পর্ক থেকে আপনি বের হবেনই, মনে মনে সংকল্প করুন। দেখবেন এতে কাজটা সহজ হবে।
- কথায় আছে, দেখলে মায়া না দেখলে লোহা। অর্থাৎ আউট অফ সাইট, আউট অফ মাইন্ড করে ফেলুন। চেষ্টা করুন, ভালবাসার মানুষটার সঙ্গে যেন কোনোরকমের যোগাযোগ না থাকে। দরকার পড়লে শহর বদলে নিন। ফোন নাম্বার, ফেসবুক, সব থেকে তাকে ডিলিট করে দিন।