এক দশকে বেড়ে তিনগুণ, বাঘ নিয়ে তাও কেন উদ্বেগ নেপালে?
মাত্র এক দশকে বাঘের সংখ্যা তিনগুণ বাড়িয়ে নেপাল বিশ্বব্যাপী তুমুল প্রশংসিত হলেও এই সাফল্য এখন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
“এত ছোট একটা দেশে সাড়ে তিনশোর বেশি বাঘ। এত বাঘ রাখতে এবং তাদেরকে মানুষ খেতে দিতে পারছি না আমরা,” গত মাসে কপ২৯ এর ফলাফল পর্যালোচনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমনটাই বলেছিলেন।
হিমালয় কন্যা খ্যাত দেশটিতে কেবল ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যেই বাঘের আক্রমণে প্রায় ৪০ জনের প্রাণ গেছে এবং ১৫ জন আহত হয়েছে বলে নেপালের সরকারি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এদিকে স্থানীয়রা বলছেন, হতাহতের এ সংখ্যা সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি।
“আমাদের জন্য দেড়শ বাঘই যথেষ্ট,” গত ডিসেম্বরে এমন মন্তব্যই করেছিলেন প্রধানমন্ত্রী ওলি। অতিরিক্ত বাঘ নেপাল অন্য দেশকে উপহার দিতে পারে সেসময় তার কথায় এমন ইঙ্গিতও ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উদ্বেগ
- বাঘ শুমারি