এই সরকার যে আলাদা, সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে
গণ–অভ্যুত্থানের সময় দেয়ালে আঁকা গ্রাফিতিতে যে আকাঙ্ক্ষা ও চিন্তার প্রকাশ ঘটিয়েছেন তরুণেরা, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের চিন্তার মিল দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, এই সরকার ও সরকার–ঘনিষ্ঠদের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীকে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি জনগণের যা যা প্রয়োজন, তা অস্বীকারের লক্ষণও দৃশ্যমান। এই সরকার যে বিগত সরকার থেকে আলাদা, সেটা কাজের মধ্য দিয়েই তাদের প্রমাণ করতে হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। ‘আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার বিরুদ্ধে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে আনু মুহাম্মদ অভিযোগ করেন, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটছে না। বন্ধ কারখানার বেকার শ্রমিকদের নিয়ে কোনো মাথাব্যথা না থাকা, বিভিন্ন জাতি ও ভাষার মানুষের ওপর অত্যাচার এবং ‘আদিবাসী’ শব্দ থাকায় পাঠ্যবই থেকে গ্রাফিতি বাদ দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।