২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ
মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ নামের একটি জাহাজ। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চালের এই জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে।
এসব বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা। তিনি বলেন, ‘জি টু জির (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চালের জাহাজটি গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাই। আজ দুপুর ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আশা করছি সন্ধ্যার দিকে চাল খালাস শুরু হবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন চাল খালাস করা হবে। সবগুলো চাল খালাস করতে ৭-৮দিন সময় লাগতে পারে।’
১৪ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে এসব চাল লোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয় বলেন যোগ করেন জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।