নিমিষেই পুড়ে ছাই জাহাঙ্গীরের ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান

যুগান্তর প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

রাজধানীর হাজারীবাগ এলাকায় কাঁচাবাজারসংলগ্ন পুরোনো ফোনিক্স ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


শুক্রবার দুপুরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ রিপোর্ট লেখার সময় বিকাল ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 


স্থানীয় বাসিন্দারা যুগান্তরকে জানিয়েছেন, ভবনটি ট্যানারি কার্যক্রমের জন্য ব্যবহৃত না হলেও বিভিন্ন কারখানার জন্য ভাড়া দেওয়া হয়। এতে কেমিক্যাল, আঠা এবং প্লাস্টিকের পণ্যের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


আগুনে ক্ষতিগ্রস্ত ‘জাহাঙ্গীর ফ্রেম ঘর’র মালিক মো. জাহাঙ্গীর যুগান্তরকে জানান, তার গোডাউনে প্রায় দেড় কোটি টাকার যন্ত্রপাতি ও মেশিনারি ছিল। আগুনে তার ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও