সাইফের হামলাকারীকে বান্দ্রা স্টেশনে দেখা গেছে, পুলিশের ৩৫টি দল অভিযানে

প্রথম আলো প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫

গত বুধবার গভীর রাতে হামলা করা হয়েছিল বলিউড তারকা সাইফ আলী খানের ওপর। একক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ‘চুরির উদ্দেশ্যে’ ঢুকে পড়েছিল মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় সাইফ-কারিনা কাপুর খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এই বিটাউন দম্পতির বাসা থেকে চুরির তথ্য পাওয়া যায়নি৷ তবে সাইফের ওপর হামলা চালিয়েছিল সেই দুষ্কৃতী। এই বিটাউন তারকার শরীর চাকু দিয়ে ক্ষতবিক্ষত করেছিল। এ হামলার সঙ্গে সঙ্গে সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ সাইফ। জানা গেছে, হামলাকারীকে বান্দ্রা স্টেশনের আশেপাশে দেখা গেছে।


গতকাল কাকভোর থেকে মুম্বাই পুলিশ জোর তদন্তে নেমে পড়েছে। সাইফের ওপর হামলার তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশের ‘অ্যানকাউন্টার’–বিশেষজ্ঞ দয়া নায়েককে। পুলিশ এখনো অজ্ঞাতনামা ব্যক্তিকে ধরতে না পারলেও সিসিটিভির ফুটেজের সাহায্যে তাকে চিহ্নিত করতে পেরেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও