You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি করল যুক্তরাজ্য

রাশিয়ার সঙ্গে চলমার যুদ্ধের মাঝেই ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করল যুক্তরাজ্য। বৃহস্পতিবার কিয়েভ সফরে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই চুক্তি সাক্ষর করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

এতে বলা হয়েছে, ইউরোপীয় সমর্থনের অংশ এবং রাশিয়ার সাথে প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনকে সহ্য করতে সহায়তা করার প্রতিশ্রুতি হিসেবে এই চুক্তি সাক্ষর করেছে যুক্তরাজ্য।

এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ট্রাম্প আগে থেকেই ইউরোপে আমেরিকার সামরিক ব্যয় নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন।  প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার শুরু থেকেই ইউক্রেন-রাশিয়ার সংঘাত অবসান ঘটানোর পরিকল্পনার কথা বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন