ভারতের ক্রিকেটারদের ১০ দফা নিষেধাজ্ঞা
যুগান্তর
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
প্রাথমিক সিদ্ধান্ত ছিল, তিন বিষয়ে জোরজবরদস্তি করবে ভারত— কোহলিদের আলাদা করে গাড়ি ব্যবহার থামানো, সফরে স্ত্রীদের লম্বা সময়ের জন্য রেখে দেওয়া আটকানো (সর্বোচ্চ ১৪ দিন) এবং ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করানো। এবার সেই সংখ্যা তিনগুণের বেশি হওয়ার পথে। রোহিত শর্মা ব্রিগেডদের ক্রিকেটে মনোযোগী করতে ১০ দফা নিষেধাজ্ঞা দিতে চলছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবর, খুব দ্রুতই এসব সিদ্ধান্ত মানাতে বাধ্য করা হবে। তা হোক সিনিয়র কিংবা জুনিয়র, নিষেধাজ্ঞায় কড়া নজর বিসিসিআইয়ের। কোনো ক্রিকেটার এই ১০ নিয়ম ভঙ্গ করলে, তাকে তিরস্কারের পাশাপাশি শাস্তিও শুনতে হতে পারে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- নিষেধাজ্ঞা
- ক্রিকেটার