ইসলামী ব্যাংকে নামে-বেনামে ঋণ: ৭০ হাজার কোটি টাকা লোপাট
ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে ৭০ হাজার ৪৬৬ কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। এর মধ্যে সরাসরি নিজের নামে ৫৩ হাজার ২৭৭ কোটি এবং বেনামে নিয়েছে ১৭ হাজার ১৮৯ কোটি টাকা। ৪৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব টাকা বের করা হয়। এখন বিপুল অঙ্কের এ টাকা খেলাপি হতে শুরু করেছে। ইতোমধ্যে প্রায় ৩ হাজার কোটি টাকা খেলাপি এবং সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। বাকিটাও ধীরে ধীরে খেলাপি হওয়ার পথে। ব্যাংকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। এ সংক্রান্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হয়েছে।
এদিকে ইসলামী ব্যাংকের বিপৎসংকুল এরকম পরিস্থিতি মোকাবিলায় নতুন পরিচালনা পর্ষদ কী ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ যুগান্তরের কাছে বিস্তারিত অ্যাকশন প্ল্যান তুলে ধরেন। কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে মাত্র চার মাসের ব্যবধানে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ব্যাংকটি এখন সংকট কাটিয়ে বিভিন্ন সূচকে ইতিবাচক অবস্থানে ফিরছে।