You have reached your daily news limit

Please log in to continue


নতুন ম্যালওয়্যারে আক্রান্ত হাজারো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট

হাজারেরও বেশি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ম্যালওয়্যারের উপস্থিতি শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। নতুন ধরনের ম্যালওয়্যারটি গোপনে ভুয়া অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করে ও ওয়েবসাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ক্ষতিকর প্লাগইন ব্যবহার করে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে। ওয়েবসাইট মালিক সাধারণত এ ধরনের কার্যকলাপ সম্পর্কে কিছু বুঝতে পারেন না। খবর টেকক্রাঞ্চ।

ওয়েবসাইট তৈরি ও পরিচালনার জন্য বিশ্বের অন্যতম ব্যবহৃত প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস। সিকিউরিটি গবেষক হিমাংশু আনন্দ বলছেন, ‘কমপক্ষে পাঁচ হাজার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সম্প্রতি একটি ক্ষতিকর স্ক্রিপ্ট (কোড) পাওয়া গেছে। এ ক্ষতিকর কোড ওয়েবসাইট মালিকের অনুমতি ছাড়াই গোপনে অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করে। এ অ্যাকাউন্টের লগইন তথ্য (ইউজারনেম ও পাসওয়ার্ড) স্ক্রিপ্টের মধ্যেই লেখা থাকে, যা হ্যাকারদের ওয়েবসাইট সহজেই নিয়ন্ত্রণে নিতে সহায়তা করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন