রেডমি টার্বো ফোরের প্রো মডেলে থাকছে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি

বণিক বার্তা প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪০

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চলতি মাসেই আপার মিড-রেঞ্জের স্মার্টফোন ‘রেডমি টার্বো ফোর’ উন্মুক্ত করেছে। ফোনটিতে উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। সম্প্রতি জানা গেছে, স্মার্টফোনটির একটি প্রো মডেল আসতে চলেছে। এতে ব্যবহার করা হবে বেশি সক্ষমতার ব্যাটারি। খবর গিজমোচায়না।


টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যমতে, রেডমি টার্বো ফোর প্রো মডেলে থাকবে ৭ হাজার ৫০০ এমএএইচের (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারি। এদিকে প্রো মডেল ব্যতীত ফোনেও ব্যবহার করা হয়েছে ৬ হাজার ৫৫০ এমএএইচের বেশি সক্ষমতার ব্যাটারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও