অবশেষে মহাকাশে ছুটল বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৪০
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে রকেটকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় সকালে কেপ ক্যানাভেরাল থেকে ‘নিউ গ্লেন’ রকেটটি উৎক্ষেপিত হয়।
এর আগে সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কথা থাকলেও মহাকাশযানটিকে বরফ জমার কারণে এ পরিকল্পনা বাতিল করে কোম্পানিটি।
কাছাকাছি মিশন কন্ট্রোল থেকে রকেটটি উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বেজোস ও কোম্পানির কর্মীরা উল্লাস ও করতালিতে ফেটে পড়েন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
কোম্পানিটির ‘ইন-স্পেস’ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট আরিয়েন কর্নেল এক লাইভ স্ট্রিমে বলেছেন, রকেটের এই উৎক্ষেপণ একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও ‘ঐতিহাসিক উৎক্ষেপণ’।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রকেট উৎক্ষেপণ