লিংকডইনে পছন্দের চাকরির সন্ধান দেবে নতুন এআই টুল
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই চাকরির সন্ধান মিলে থাকে। ব্যবহারকারীদের দ্রুত পছন্দের চাকরি খোঁজার সুযোগ দিতে ‘জব ম্যাচ’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করেছে লিংকডইন।
নতুন এআই টুলটি লিংকডইন ব্যবহারকারীদের প্রোফাইলে থাকা দক্ষতা, অভিজ্ঞতার তথ্যসহ জীবনবৃত্তান্ত পর্যালোচনা করতে পারে। আর তাই লিংকডইনে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেই ব্যবহারকারীদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য পর্যালোচনা করে বার্তা পাঠাবে এআই টুলটি। এর ফলে চাকরিপ্রার্থীরা সহজেই নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য সময়মতো জানতে পারবেন।
লিংকডইনের তথ্যমতে, বেশির ভাগ চাকরিপ্রার্থী নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য পর্যালোচনা না করেই চাকরির আবেদন করেন। ফলে চাকরির সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হন না তাঁরা। আর তাই দীর্ঘদিন খুঁজেও পছন্দের চাকরির সন্ধান মেলে না। এ সমস্যার সমাধান করতেই জব ম্যাচ নামের এআই টুল চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা বিনা মূল্যে টুলটি ব্যবহার করতে পারবেন।