You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের হুমকির জবাবে মার্কিন পণ্যে শুল্ক বসাবে কানাডা: ট্রুডো

মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্য ও সেবার ওপর শুল্ক আরোপ করলে, কানাডাও ১৫০ বিলিয়ন অর্থাৎ ১৫ হাজার কোটি কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন আমদানির ওপর পাল্টা ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এ বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। (১ ডলার = ১.৪৩৩০ কানাডিয়ান ডলার। আর ১ কানাডিয়ান ডলার = প্রায় ৮৫ টাকা)

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সরকার মার্কিন পণ্যের বিশদ তালিকা প্রস্তুত করেছে। তবে পদক্ষেপ নেওয়ার আগে জনসাধারণের পরামর্শ নেবে। তবে কানাডার প্রতিক্রিয়া কতটা হবে, তা নির্ভর করবে ট্রাম্পের কর্মকাণ্ডের ওপর।

এ বিষয়ে দেশটির এক কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে তারা ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছাতে চাচ্ছেন। তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহলযুক্ত পানীয়, বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস এবং পোষা প্রাণীর খাবার।

এদিকে, কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত। এই পরিস্থিতি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন