আইফেল টাওয়ারের দিকে যাচ্ছে উড়োজাহাজ, বিজ্ঞাপন দিয়ে বিতর্কে পাকিস্তানি এয়ারলাইন্স
আইফেল টাওয়ারের দিকে বিমান ছুটে যাচ্ছে বিজ্ঞাপনে এমন চিত্র দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ।
ফ্রান্সের রাজধানীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ফের চালু হচ্ছে, এটা প্রচারের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞাপনটির ক্যাপশনে লেখা ছিল- ‘প্যারিস, আজ আমরা আসছি।’
এই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেককে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হওয়া সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
“এটা কি কোনো বিজ্ঞাপন নাকি হুমকি?,” সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী এমনটাই লিখেছেন। ক্ষুদ্ধ আরেক ব্যবহারকারী পিআইএ-র উদ্দেশ্যে লিখেছে, “তোমাদের মার্কেটিং ম্যানেজারকে বরখাস্ত করো।”
দিনকয়েক আগে এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত বিজ্ঞাপন চিত্রটি দুই কোটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে, চলছে তুমুল সমালোচনাও।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ইশহাক দার নিজেও বিজ্ঞাপন চিত্রটির কড়া সমালোচনা করেছেন বলে পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিজ্ঞাপন
- বিতর্ক
- আইফেল টাওয়ার