দাবানলের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক হবে কীভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫
এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। অন্তত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী, বাতাসের গতি বেড়ে যাওয়ায় আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেসেই অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৮ অলিম্পিক গেমস। চলমান দাবানলে শহরটির যে ক্ষতি হয়েছে এবং সামনে হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে লস অ্যাঞ্জেলেসের পক্ষে কি অলিম্পিক আয়োজন সম্ভব? তিন বছর পরের জুলাই-আগস্টের সময়টা কি ‘দ্য গ্রেটেস্ট শো অন্য আর্থে’র জন্য অনুকূল?