দাম বাড়লে সরবরাহ বাড়ে ও আমাদের অর্থনীতি পাঠ
জোগানের সঙ্গে দামের সম্পর্ক ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক সে নিয়ে বিস্তর বাহাস থাকতেই পারে এবং বিজ্ঞ অর্থনীতিবিদরা তাদের তত্ত্ব ও তথ্যের সম্মিলনে মতামত দিতে পারেন। সরবরাহ আইন (ল অব দ্য সাপ্লাই) বলছে, সবকিছু সমান থাকলে জোগানের পরিমাণ তার দামের সঙ্গে পরিবর্তিত হয় এবং এ পরিবর্তন সমানুপাতিক অথবা ইতিবাচক।
সে যা-ই হোক, দেশের তাবৎ বাঘা বাঘা অর্থনীতিবিদ রাষ্ট্রের ড্রাইভিং সিটে বসে আছেন স্টিয়ারিং হাতে এবং সেখানে বাজারে প্রায়ই উধাও হয়ে যাওয়া পণ্য দাম বাড়ালেই ফিরে আসে যখন, তখন ধরেই নেয়া যায় দাম বাড়ালে জোগান বাড়ে। অর্থনীতির জোগান আইনও তাই বলে।
- ট্যাগ:
- মতামত
- দাম বৃদ্ধি
- জোগান