আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক

বণিক বার্তা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪০

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য আগামী রোববার থেকে অ্যাপ বন্ধের পরিকল্পনা করছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। অ্যাপটির ওপর যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ এ সিদ্ধান্তের একটি কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে যদি সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তাহলে অ্যাপটি চালু থাকবে। মঙ্গলবার দি ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।


গত মার্চে ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ দেশটিতে টিকটক নিষিদ্ধ করতে একটি বিল পাস করে। এরপর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়। কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর করা না হলে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে। এপ্রিলে বিলটি প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। আইনে বলা হয়, জানুয়ারির মধ্যে প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে দেশটিতে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও