অভিনয়জীবনে এমন চরিত্র করিনি

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটক ‘সিটি লাইফ’। আজ ধারাবাহিকটির শততম পর্ব প্রচারিত হবে। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন। গতকাল তাঁর সঙ্গে কথা বলল ‘বিনোদন’


প্রথম আলো: কেমন আছেন?
তানজিকা আমিন : এই তো ঠিকঠাক। স্বামী বিদেশ। তাই বলতে পারেন, দুজনেরই মন খারাপ। চোখের সামনে একটা মানুষ ছিল। অনেক মজার একজন মানুষ, সেই মানুষটার সঙ্গে এখন ফোনে ফোনে কথা বলতে হচ্ছে। মজাটা সামনাসামনি যতটা হয়, ভার্চ্যুয়ালি তো কম হয়। স্বামী দৃশ্যমান নয় আরকি। সে আমার চোখের সামনে নেই, এটাই কষ্ট।


প্রথম আলো : তানজিকা আমিন : কোন মুহূর্তের কথা বারবার মনে হয়?
তানজিকা আমিন : আমার স্বামী তো অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে। ১৩ ডিসেম্বর অনুষ্ঠান হয়েছে, ঠিক পরের সপ্তাহে চলে গেছে। খুব বেশি দিন থাকেনি। আমাদের তাই খুব বেশি ঘোরাঘুরি হয়নি। আমাকে কী মেমোরি দিয়ে গেছে, তা যদি বলতে হয়, বলব, আমার পরিবারের সবার সঙ্গে তার আন্তরিকতা ও ঘনিষ্ঠতা। এত বিনয়ী ও আন্তরিক, পাশাপাশি ভীষণ মজার—এসবই আমার স্মৃতিতে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও