You have reached your daily news limit

Please log in to continue


একনজরে গাজার ক্ষয়ক্ষতি

গাজায় আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। ১৫ মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। অনেক পরিবার নির্বংশ হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় ঘর-বাড়ি, স্কুল-হাসপাতাল এবং রাস্তা-ঘাটসহ নানা অবকাঠামোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। 

এক নজরে গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞ সংখ্যায় দেখে নেওয়া যাক- 

গাজায় নিহত মোট ফিলিস্তিনি নাগরিক: ৪৬ হাজার ৭০৭ জন। 

গাজায় নিহত শিশু : ১৩ হাজার ৩১৯টি। 

গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করার হচ্ছে এমন মানুষ : প্রায় ১১ হাজার। 

গাজায় আহত ফিলিস্তিনি : ১ লাখ ১০ হাজার ২৬৫ জন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন