শীতলতম মাসে শীত কম কেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:১৭

বছরের শীতলতম মাস জানুয়ারির প্রথমার্ধ প্রায় শেষ। ঋতুতে আজ মাঘের আগমন ঘটলেও তাপমাত্রার পারদ বেশ ওপরে। এখনো সারাদেশে তীব্র শীতের দেখা মেলেনি। চলতি মৌসুমে শীত, তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষ দশকে এসে শীতের চরিত্র দেখা যায়নি।


আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের মৌসুমে শুরুর দিকে শীতের কামড় অনুভূত হলেও তা শীতের স্বাভাবিক চরিত্র নয়। কুয়াশা কমে যাওয়া ও দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ দেশের অধিকাংশ জায়গায় শীতের অনুভূতি খুবই কম। যদিও দেশের উত্তরাঞ্চলে বিচ্ছিন্ন ভাবে শৈত্যপ্রবাহ থাকলেও এ বছর এখনো তীব্র শৈত্যপ্রবাহ আসেনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত তাপমাত্রা নেমেছে সর্বনিম্ন ৭ ডিগ্রিতে।


সর্বশেষ ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরমধ্যে উত্তরাঞ্চলে বিচ্ছিন্ন ভাবে শৈত্যপ্রবাহ ছিল। গত কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা গত সোমবার রেকর্ড করা হয়েছিল ফেনীতে, এদিন ঢাকায়ও ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদরা বলছেন, শীতের দিন অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বেশিই বলা যায়। গত কয়েকদিনে রাতের তাপমাত্রাও ১০ থেকে ১৭ ডিগ্রির ঘরে ছিল। এছাড়া ঢাকাসহ মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘন কুয়াশার অনুপস্থিতি কম থাকার কারণে এই অঞ্চলে শীতের অনুভূতি খুবই কম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও