You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ মাসে রাজস্ব আদায় কমল ৩ হাজার ৪০৮ কোটি টাকা

জুলাই মাসজুড়ে আন্দোলন ও অগাস্টে ক্ষমতার পালাবদলের পর আইনশৃঙ্খলার অবনতির কারণে ব্যবসা-বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল রাজস্ব আদায়ে তার প্রভাব এখনও কাটেনি ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বরে রাজস্ব আহরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৩ হাজার ৪০৮ কোটি টাকা বা ২ দশমিক ৬২ শতাংশ।

একমাস বিবেচনায় গত অর্থবছরের নভেম্বরের চেয়ে চলতি অর্থবছরের নভেম্বরে রাজস্ব আদায় ৮ দশমিক ৯৫ শতাংশ কমে যাওয়ার তথ্য মিলেছে।

বুধবার প্রকাশ হওয়া হালনাগাদ পরিসংখ্যানে রাজস্ব আদায়ের এই চিত্র উঠে এসেছে।

হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর রাজস্ব আহরণ করেছে ১ লাখ ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আহরণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ১৮৫ কোটি টাকা।

যদিও আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন