এবার মেটায় ১০ শতাংশ কর্মী ছেঁটে ফেলবেন জাকারবার্গ
২০২৫ সালে কোম্পানির মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও এর মূল কোম্পানি মেটার নির্বাহী প্রধান মঙ্গলবার কর্মীদের বলেছেন, প্রত্যাশার চেয়ে ‘কম মানের কাজ করছেন’ এমন কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি। আর এই কর্মীর সংখ্যা হতে পারে পাঁচ শতাংশ।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের হাতে আসা মেটার এক অভ্যন্তরীণ মেমোতে জাকারবার্গ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “কাজে কম দক্ষ কর্মীদের দ্রুত সরিয়ে ফেলার জন্য নিজেদের পারফরমেন্স ব্যবস্থাপনার মান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি”।
মেমো অনুসারে, জাকারবার্গ বলেছেন কোম্পানি সাধারণত ‘এক বছরের মধ্যে প্রত্যাশা অনযায়ী কাজ করতে পারেননি এমন কর্মীদের ছাঁটাই করে’ তবে শিগগিরই ‘আরও বড় পরিসরে পারফরমেন্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই’ করার পরিকল্পনা করছে’ তারা।
মেটা বলেছে, ২০২৪ সালেও প্রায় একই সংখ্যক কর্মী ছাঁটাই করেছে তারা। তবে তাদের বর্তমান ‘পারফরমেন্স সাইকেল’ এর ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য রয়েছে ১০ শতাংশের মতো।
এজন্য মেটা “দু হাত খুলে বা উদারভাবে ক্ষতিপূরণ দেবে,” বলেছেন জাকারবার্গ।