শীতে যেসব প্রসাধনী এড়ানো উচিত
সব ঋতুতের সব ধরনের পণ্য ব্যবহার করা যায় না। আবার শীত উপযোগী প্রসাধনী ব্যবহার না করলে ত্বকে সমস্যাও হতে পারে।
এই বিষয়ে অস্ট্রেলিয়া-ভিত্তিক প্রসাধনী বিক্রয়ের প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভস্কিন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়- সারা বছর যতটুকু না ত্বকের যত্ন নিতে হয় শীতের এই সময় তার থেকেও কিছুটা বাড়তি যত্ন প্রয়োজন হয়।
কারণ প্রায় সব ধরনের ত্বকই এই মৌসুমে শুষ্ক হয়ে প্রাণহীন হয়ে যায়।
ফেইস ওয়াশ
শীতের সময় সবচেয়ে বেশি ময়লা জমে মুখে। তাই মুখের ত্বক সঠিকভাবে পরিষ্কার করা বিশেষ জরুরি। শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। এজন্য ত্বক কোমল রাখতে ফোমভিত্তিক’য়ের পরিবর্তে ক্রিমধর্মী ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে।
লিপ বাম
ঠোঁটের ত্বক বেশি পাতলা। তাই শীতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। আর এ কারণেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করা জরুরি। শীত মৌসুমে সব সময় সঙ্গে লিপবাম রাখা উচিত। যখনই ঠোঁট শুষ্ক মনে হবে তখনই ঠোঁটে বুলিয়ে নিতে হবে।