পুলিশ সংস্কারে একগুচ্ছ সুপারিশ
ভুয়া ও গায়েবি মামলায় চার্জশিট দিলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মামলায় ‘অজ্ঞাতপরিচয় আসামি’ করার চর্চা বন্ধ, চূড়ান্তভাবে দোষী প্রমাণিত না হলে গণমাধ্যমের সামনে হাজির না করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।
বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ জমা দেয় পুলিশ সংস্কার কমিশন।
আটক-গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের বিধি-প্রণিধান সংশোধন ও পুলিশের দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়াসহ নানা সুপারিশ করেছে কমিশন।
এতে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এনআইডির স্থায়ী ঠিকানা দেখে অনুসন্ধানের বাধ্যবাধকতা বাতিল, চাকরিপ্রার্থীদের যেকোনো ভেরিফিকেশনে পুলিশকে যুক্ত না করা, চাকরি প্রার্থীদের ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ যাচাই না করারও সুপারিশ করা হয়েছে।
অপরাধীদের সন্ধানে তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে বা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি সার্ভিসে ফোন দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। রাতের বেলায় তল্লাশির ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি কিংবা সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করারও সুপারিশ করেছে সংস্কার কমিশন।