ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো রাখতে যেসব বিষয়ে খেয়াল রাখবেন
আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। ডেস্কটপ তো সঙ্গে করে নেওয়া সম্ভব না, এজন্যই মূলত ল্যাপটপ এতো বেশি জনপ্রিয়।
তবে ল্যাপটপ অনেকদিন ব্যবহারে নোংরা হয়ে যায়। কয়কদিন গেলেই দেখা যায় ল্যাপটপ দেখলে মনে হয় কয়েক বছরের পুরোনো এটি। ময়লা হাতে ল্যাপটপ ধরছেন। ল্যাপটপ যেখানে সেখানে ফেলে রাখছেন, কাজ করতে করতে চা কফি বা খাবার খাচ্ছেন। যে কোনো কিছু ল্যাপটপের উপর পড়তেই পারে।
ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো রাখতে কয়েকটি কাজ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেসব-
>> সব সময় ল্যাপটপে এ্যান্টিভাইরাস রাখবেন। ভাইরাস থেকে আপনার ল্যাপটপ কখনই নিরাপদ না। তাই ভালো মানের যে কোনো এ্যান্টিভাইরাস যেমন ক্যাস্পারাস্কি, নরটন, আভাইরা ইত্যাদি এ্যান্টিভাইরাস ল্যাপটপে ইনস্টল করে নিন।
>> ল্যাপটপের ধারে কাছে কখনো তরল কিছু রাখবেন না। যেমন- চা, কফি, পানি, দুধ, শরবত, লবণ ইত্যাদি। গরম চা, কফি যাই খান না কেন তা ল্যাপটপ থেকে দূরে রাখুন আর নিতান্তই যদি রাখার প্রয়োজন পড়ে তবে ঢেকে রাখুন যাতে গরম ভাপ ল্যাপটপের কাছে না পৌঁছে।
>> যখন আপনি ল্যাপটপ বন্ধ করবেন তখন লক্ষ্য রাখবেন যেন কোনো ক্ষুদ্র জিনিসও ল্যাপটপের উপর না থাকে। যেমন কলম, পেন্সিল ইত্যাদি। দুই হাত দিয়ে ধরে ঢাকনা দিয়ে ঢাকুন। এক হাত দিয়ে ধরলে ল্যাপটপের উপর চাপ পড়ে। ল্যাপটপ সরানোর প্রয়োজন হলে ল্যাপটপের মনিটর ধরে তা উঠাবেন না। এতে মনিটরের ডিসপ্লে নষ্ট হতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ল্যাপটপের যত্ন