বিএবির ব্যাংক হিসাবে দশ বছরে ‘১৭৫ কোটি টাকার চাঁদা’
বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দুটি ব্যাংক হিসাবে দশ বছরে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১৭৫ কোটি টাকার ‘চাঁদা’ জমা হওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার গুলশান এভিনিউয়ের জাব্বার টাওয়ারে বিএবির কার্যালয়ে অভিযান চালিয়ে লেনদের ওই তথ্য পান দুদকের এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দীর্ঘদিন বিএবির চেয়ারম্যান থাকাকালে বিভিন্ন ব্যাংক থেকে ‘শত শত কোটি টাকা চাঁদা তুলেছে’ সংগঠনটি, অভিযানে তার ‘প্রমাণ’ মিলেছে।
শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ছিলেন ব্যাংক খাতের একজন আলোচিত ব্যক্তি। ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর তিনি বাংলাদেশ এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ছিলেন। বর্তমানে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।
বিএবির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ‘বিপুল অংকর চাঁদা’ তোলার অভিযোগ পেয়ে মঙ্গলবার সংগঠনটির কার্যালয়ে ওই অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।