পিএসএল খেলতে ইসিবির বিরুদ্ধে ৬ ক্রিকেটারের বিদ্রোহ
নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড–এ যেন ক্রিকেটাররা অংশ নেন, সে লক্ষ্যে পিএসএলের বাধা হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগেভাগেই তারা পাকিস্তানের টুর্নামেন্ট থেকে ইংলিশ ক্রিকেটারদের বিরত রাখার ঘোষণা দিয়েছিল। ইসিবির সেই কঠোর নীতির বিরোধীতা করেই পিএসএলে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ৬ ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগের ২০২৫ আসরে দল পেয়েছেন ৬ ইংলিশ ক্রিকেটার। ইসিবির কড়াকড়ি এবং অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া নিয়ে নিশ্চয়তা পেলে সেই সংখ্যা আরও বাড়তে পারত। একইভাবে পিএসএলে যারা দল পেয়েছেন তারাও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের রোষানলে পড়তে পারেন। ইংল্যান্ডের বড় ঘরোয়া প্রতিযোগিতায় জেমস ভিন্স ও টম কোহলার-ক্যাডমোর মিলে সাড়ে ৩ কোটি পারিশ্রমিক পাচ্ছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন নীতিমালা অনুসারে চুক্তিবদ্ধ ক্রিকেটার ও লাল-বলের কাউন্টি ক্রিকেটারদের জন্য এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। যাতে তারা নিজের দেশের টুর্নামেন্টকেই অধিক প্রাধান্য দেন। তা সত্ত্বেও কাউন্টির দল হ্যাম্পশায়ারের অধিনায়ক জেমস ভিন্সকে আসন্ন পিএসএলে রিটেইন (ধরে রাখা) করেছে করাচি কিংস। সেখানে তার পারিশ্রমিক ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।