দাবানল: অস্কারের মনোনয়ন ঘোষণা ফের পেছাল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

সপ্তাহ গড়ালেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের গতি কমছে না; এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে।


নতুন ঘোষণা অনুযায়ী অ্যাকাডেমি আগামী ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন প্রকাশের তারিখ ঠিক করেছে।


বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমার তালিকা এবং নির্মাতা ও পাত্রপাত্রীদের নাম জুরিরা ঠিক করে থাকেন বছরের শুরুতে। এ কাজে তাদের ভোটদানের প্রক্রিয়াতে যেতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের আগুন এবার বাধ সেধেছে এই কাজে।


একাডেমির সিইও বিল ক্রামার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, "আগুনের প্রভাবে এবং আমাদের চলচ্চিত্র এবং শিল্প সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাডেমি সবসময়ই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আছে এবং আমরা বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও