বিবর্ণ দাঁত কীভাবে সুন্দর করা যায়

প্রথম আলো প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৭

আপনি যতই সুন্দর হোন না কেন, দাঁত সুন্দর না হলে সব ম্লান। কারও কারও দাঁত খুবই বিবর্ণ, বাদামি বা কালচে। এমন দাঁতের প্রধান কারণ চারটি। আসুন, এসব কারণ ও কীভাবেই–বা বিবর্ণ দাঁত সুন্দর করা যায়, এ সম্পর্কে জেনে নেওয়া যাক—


প্রথম কারণ, দাঁতের পৃষ্ঠে লেগে থাকা অবাঞ্ছিত পদার্থ। এগুলো কয়েক ধরনের। যেমন ১. ডেন্টাল প্লাক: সঠিকভাবে নিয়মিত দাঁত ব্রাশ না করলে সহজেই মুখের লালা, জীবাণু ও খাদ্যকণা মিলে সাদা বা হলুদভাব স্তর হিসেবে দাঁতের পৃষ্ঠে জমতে থাকে। ২. পাথর: ডেন্টাল প্লাকের মধ্যে লালা থেকে আসা অজৈব পদার্থ এসে শক্ত পাথরে পরিণত হয়ে ক্যালকুলাস বা পাথর তৈরি করে। তখন দাঁত ও মাড়ির সংযোগ স্থান থেকে ধূসর বা কালো দাগ চোখে পড়ে। ৩. তামাক: ধূমপান, সাদাপাতা, গুল বা যেকোনো তামাকের ব্যবহার দাঁতের রং নষ্ট করার পাশাপাশি মুখের ক্যানসারসহ নানা অপূরণীয় ক্ষতির কারণ। ৪. কিছু খাবার, চা–কফি, অ্যালকোহল, কোমল পানীয় থেকেও দাঁত বিবর্ণ দেখাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও