নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৫

আমার বয়স ১৮ বছর, স্বামীর ৪৫। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। আমার ননদ বিয়ের সূত্রে অন্য জেলায় থাকে এবং পারিবারিক ব্যাপারে নাক গলায়। নানা রকম মানসিক নির্যাতন সহ্য করেছি গত দেড় বছরে। আমার ভরণপোষণও ঠিকমতো দেয়নি তারা। বাড়ির একটি রুম নিয়ে পারলার দিয়েছিলাম। সেটার মাধ্যমে নিজের ও সংসারের খরচ মেটানোর চেষ্টা করতাম; কিন্তু তা নিয়ে অনেক কথা হতো বাড়িতে। কয়েক মাস আগে বাবা অসুস্থ হওয়ায় বাবার বাড়ি যেতে চাইলে শ্বশুরবাড়ির কেউই যেতে দিতে চায়নি। আমি জোর করে যাই। এরপর আর ফেরত যাইনি। অকথ্য ভাষায় কথা বলাসহ আমাকে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদও দেয় তারা। স্বামী ও ননদ ফোনে আমার মা-বাবাকে খারাপ ভাষায় গালমন্দ করেছে। এ জন্য কি জিডি করতে পারি? আমি ডিভোর্সের জন্য আইনিভাবে এগোতে চাই। করণীয় কী? নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও