বাদ পড়ার ভয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত থেকে জয়সোয়াল
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪০
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারের পর কঠোর অবস্থানে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলের দরজা বন্ধ। তাই সুড়সুড় করে ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা।
সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে যোগ দিয়েছেন। এবার রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। গতকাল মঙ্গলবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিপক্ষে খেলতে চান। মুম্বাইয়ের কোচ ওমকার সালভির সঙ্গেও কথা বলেছেন এই তরুণ তারকা।
- ট্যাগ:
- খেলা
- হোয়াইটওয়াশ