ঋণের টাকা ওড়ে ঢাকায়
বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা। কোটি মানুষের বাস এ শহরে। প্রবাদ আছে ঢাকা শহরে টাকা ওড়ে। টাকা ধরার জন্য সারা দেশের মানুষ ঢাকা শহরে এসে ভিড় করেন; এ কথা সবার জন্য সত্য না হলেও কারও কারও জন্য সত্য বটে। বাস্তবেও সবচেয়ে বেশি ‘টাকার খেলা’ এ শহরেই হয়ে হয়ে থাকে; অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক কারণে।
ঢাকা ছাড়াও টাকা চালাচালির বড় আরেকটি কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম, যা দেশের সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র। ব্যাংকের বিনিয়োগ ও আমানতের বড় অংশই ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। এ দুই বিভাগের দখলেই ব্যাংকগুলোর ৮৫ শতাংশেরও বেশি ঋণ বা বিনিয়োগ। দেশের বাকি অংশের ব্যাংকগুলোর বিনিয়োগ ১৫ শতাংশেরও কম। শুধু ঋণের ক্ষেত্রেই নয়, আমানতেরও ৬০ শতাংশের বেশি ঢাকার মানুষের। তারপর চট্টগ্রামের মানুষের। অর্থনীতির সিংহভাগ এ দুই অঞ্চলকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় পিছিয়ে থাকছে দেশের অন্যান্য অঞ্চল। ফলে তৈরি হচ্ছে উন্নয়নবৈষম্য।