যুদ্ধবিরতি চুক্তি হলে নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি ইসরাইলি নিরাপত্তামন্ত্রীর

যুগান্তর প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:১২

গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ছাড়া হুমকি দিয়েছে দেশটির উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। বেন গভির নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য।  


মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।


ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক তিনি।


বেন গভির সোমবার দাবি করেছেন, গত এক বছরে তিনি একাধিকবার হামাসের সাথে জিম্মি-মুক্তি চুক্তি ব্যর্থ করেছেন তিনি। একইসঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থি নেতা এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে আবারও চলমান চুক্তি আলােচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও