১০ ট্রাক অস্ত্র উদ্ধারের আরেক মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের আরেকটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ জন হাইকোর্টে খালাস পেয়েছেন। বিচারিক আদালতে মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়েছিল বাবরের।


আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ বাবরকে খালাসের আদেশ দেন।


২০০৪ সালে অস্ত্র চোরাকারবারের ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা মামলায় আদালত এ রায় দেন।


একই ঘটনায় গত বছরের ১৮ ডিসেম্বর একই বেঞ্চ অস্ত্র আইনের অধীনে দায়ের করা মামলায় বাবরসহ ৬ জনকে খালাস দেন। এ মামলায় বিচারিক আদালত বাবরসহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।


বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকের রায়ের পর বাবরের কারাগার থেকে মুক্তিতে কোনো আইনি বাধা রইল না।'


২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় পুলিশ প্রায় ১০ ট্রাক অস্ত্র আটক করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও