এভাবেই ফিরতে চেয়েছিলেন শিমু

প্রথম আলো প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৪

মা হতে চলেছেন, খবরটি শোনার পর একেবারেই অভিনয় থেকে সরে যান সুমাইয়া শিমু। মাঝখানে দু–একবার মন টানলেও ক্যামেরার সামনে দাঁড়ানো সম্ভব হয়নি। একবার একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে একই কাজের জন্য কয়েকজনের কাছ থেকে ফোন পান। চরিত্র, পরিচালক, প্ল্যাটফর্ম—সবই পছন্দ হয়। কিন্তু মা হতে চলেছেন যে এ অবস্থায় কী করে অভিনয় করবেন! কারণটা না বলেই না করে দেন শিমু। মন খারাপ করেন পরিচালকেরা। পরে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবার শিমুকে বলা হয়, তাঁকেই গল্পের জন্য দরকার। তখন এই অভিনেত্রী বুঝিয়ে বললেন। ‘মাতৃত্বকালীন সময়টা ছিল আমার জীবনের সেরা সময়। অভিনয় থেকে দূরে থাকলেও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় পুরোটাই উপভোগ করেছি,’ বলেন শিমু।


প্রথমবার ওটিটিতে
যমজ সন্তানের মা হওয়ার পর একটু একটু করে নিজেকে গোছাতে থাকেন। ফেরাটা যেন হয় ফেরার মতো, সেটাই ছিল চাওয়া। মাথায় ঘুরছিল ওটিটিতে যুক্ত হওয়ার চিন্তা। কিন্তু চাইলেই তো কোনো চরিত্র, প্ল্যাটফর্ম পাওয়া সম্ভব নয়। তাই অপেক্ষায় ছিলেন। এরপরই যেন সুযোগ মিলে গেল। শিমু বলেন, ‘নুহাশ হুমায়ূনের ষ-এর আগের পর্বগুলো দেখা ছিল। দারুণ কাজ। সেই নুহাশের ইউনিট থেকেই একদিন সিকুয়েলের জন্য ফোন এল। গল্প, চরিত্র এত ভালো লাগল যে মনে হলো, এভাবেই ফেরার অপেক্ষায় ছিলাম। নুহাশের পরিচালনায় প্রথম অভিনয়ে অভিজ্ঞতা অসাধারণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও