এবার বাঘের চামড়া খুলে শুকাতে দিল রংপুর!

যুগান্তর প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৮

চামড়া ছাড়ানো অবস্থাই বটে! বিপিএলে উড়তে থাকা রংপুর রাইডার্সকে থামাতে খুলনা টাইগার্সের সমীকরণ আসে এমন— ৩ ওভারে দরকার ২২ রান, হাতে তখনও ৭ উইকেট। কুড়ি কুড়ির ক্রিকেটে অমন ম্যাচ কেউ হারে! মেহেদী হাসানের খুলনা পারেনি। ১২ রানের ব্যবধানে ৬ উইকেট খোয়ানো টাইগার্সরা হারে ৮ রানে। তারপরই রাইডার্সদের ওই মজা।


রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি গ্রাফিকস ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ তার গায়ের চামড়া খুলে রোদে শুকাচ্ছে। ছবির মাঝে সাদা কালিতে লেখা, ‘গরম লাগছে।’ ক্যাপশন ছিল আরও রসের, ‘ঐ বাঘ মামা, না প্লিজ!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও